তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ড. মো. আব্দুর রাজ্জাক

S M Ashraful Azom
0
তরুণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ড. মো. আব্দুর রাজ্জাক
আনছার আলী, মধুপুর (টাঙ্গাইল):  টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে অত্যধুনিক মডেল উপজেলায় উন্নিত করা হবে। 

প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করে গ্রাম আর শহরকে এক করা হবে। শিল্প কারখানা স্থাপন করে বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

ড. রাজ্জাক গতকাল বুধবার আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুরে সকাল থেকে দিনব্যাপী গণসংযোগকালে বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে এ কথাগুলো বলেন। 

নৌকার প্রার্থী ড. রাজ্জাক স্থানীয় নেতা-কর্মি ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গতকাল বুধবার সকাল থেকেই মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে-গ্রামে, বাড়ী-বাড়ী গিয়ে সব বয়সী ভোটাদের সাথে কথা বলছেন এবং তাদর কুশলাদী জিজ্ঞাসা করে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন। গণসংযোগকালে তিনি তার নির্বচনী এলাকা মধুপুর ও ধনবাড়ীকে আরও নতুন রূপে সাজাতে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পূর্নাঙ্গ করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা ও দোয়া চান।

 তিনি বলেন, সরকারের গত ২ মেয়াদে মধুপুর-ধনবাড়ীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ড. রাজ্জাক উন্নয়নের এ ধারা অব্যাহত ও গতিশীল করতে আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তিনি আগামীতে নির্বাচিত হয়ে দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠারও অঙ্গীকার করেন।

দিনব্যাপী গণসংযোগকালে বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে ড. মো. আব্দুর রাজ্জাক ছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, এড্যাভোকেট ইয়াকুব আলী, পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুুপুর বণিক সমিতির সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ আহম্মেদ নাসির প্রমূখ।

গণসংযোগকালে মধুপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লগী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাথে ছিলেন।
⇘সংবাদদাতা: আনছার আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top