
নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি : জামালপুর- সদর আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন নির্বাচনী এক পথসভায় বলেছেন, জামালপুর সদরে প্রতিটি গ্রাম হবে শহর। সদরে উন্নয়নে আপনাদের সাথে নিয়ে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখেন।
তিনি ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে নৌকা প্রতীকে ভোট আহবান জানান।
বুধবার দিনব্যাপী সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের চক বেলতৈল, পলাশতলা বাজার, পলাশতলা মোড় ও বানারেরপাড় মোড়সহ বেশ কয়েকটি গ্রামে আওয়ামী লীগ প্রার্থী মোজাফফর হোসেন গণসংযোগ, উঠান বৈঠক শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে জেলা আওয়ামী সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় কৃষক লীগের ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সাবু, জেলা পরিষদের সদস্য বুলবুলি আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, জেলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম মনু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন শাহীন, ইউনিয়ন মহিলা আ,লীগের লীগের আহবায়ক শামসুর নাহার রুমা, ইউনিয়ন যুবলীগে সভাপতি আনিছুল কবির, সেচ্ছাসেবক লীগের সভাপতি এসকে খাইরুল, জেলা ছাত্রলীগের সাধারণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন খোকন, পাঠাগার বিষয়ক সম্পাদক মারুফসহ ইউনিয়ন আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।
⇘সংবাদদাতা: নিপুন জাকারিয়া
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।