
ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের একটি আওয়ামীলীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর করেছে বিএনপি জামায়াতের লোকজন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে গাবসারা ইউনিয়নের মেঘার পটল এলাকায় এই ঘটনা ঘটে।
গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজামান মনিরের ভাতিজা আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন বাবু জানান, রাতে মেঘার পটল এলাকায় স্থাপিত আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় স্থানীয় এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।