দেশবাসীর উদ্দেশ্যে হু. মু. এরশাদের চিঠি

S M Ashraful Azom
0
 দেশবাসীর উদ্দেশ্যে হু. মু. এরশাদের চিঠি
বাম থেকে হুসাইন মোহাম্মদ এরশাদ ও দেশবাসীর উদ্দেশ্যে তার লেখা চিঠি

বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম।

আপনারা জানেন, আমার শারীরিক অসূস্থতার কারণে আমি উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি সিঙ্গাপুরে গমন করি এবং উন্নত চিকিৎসা ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে দেশে ফেরত আসি। বর্তমানে আমি সম্পূর্ন সুস্থ্য আছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বে গঠিত মহাজোটে থেকে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহন করবে। আমি আমার নিজ আসন রংপুর-৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। রংপুরবাসীর কাছে আমার বিনীত অনুরোধ প্রতিবারের ন্যায় এবারও আমাকে রংপুর-৩ আসনে পূর্ণ সমর্থন জানিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। সময়ের স্বল্পতা এবং ব্যক্তিগত কারণে আমি রংপুরে আসতে পারছিনা বিধায় বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টি সন্তষ্ট। মহাজোটের বৃহত্তর স্বার্থে এবং মহাজোট প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য প্রয়োজনবোধে বিভিন্ন আসনে প্রার্থীতা প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে মহাজোট প্রার্থীর পক্ষে একত্রে কাজ করার জন্য অনুরোধ করছি। মহাজোটের স্বার্থে আমি নিজেও ঢাকা-১৭ আসনে মহাজোট মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী আকবর হোসেন পাঠান(ফারুক) কে পূর্ণ সমর্থন জানাচ্ছি।

প্রিয় দেশবাসী, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনারা মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় মহাজোটের প্রার্থীদেরকে পূর্ন সমর্থন জানিয়ে বিজয়ী করবেন। আপনাদের কাছে এটাই আমার আকুল আবেদন।

পরিশেষে আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top