
ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের বিএনপি দলীয় প্রার্থী লুৎফর রহমান খান আজাদের (লুরখা আজাদ) কাছে আইটিসিএল ও এসডিএস এর টাকা ফেরত চাচ্ছেন সাধারন ভোটাররা।
অপরদিকে মনোনয়ন দাখিলের পর নির্বাচনী প্রচারনায় তিনি লাপাত্তা। দলীয় নেতাকর্মীরা কোথায় খুজে পাচ্ছেন না তাকে। ফলে খালি মাঠে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খান ঐরাভতের মতোন ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠে।
এমতাবস্তায় বিএনপির বড় বড় নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদিয়ে নির্বাচনী মাঠে নৌকায় ভোট চাচ্ছেন । নির্বাচনী সভা সমাবেশে ইউপি চেয়ারম্যান মেম্বারসহ এযাবৎ ৫ হাজারের অধিক নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন বলে দলীয় সুত্র দাবি করেছে।
বিএনপি সরকারের এনজিও’র প্রতিমন্ত্রী হওয়ার সুবাদে চক্রান্তের মাধ্যমে কোন কোন এনজিও প্রতিষ্ঠানকে পথে বসিয়েছেন লুরখা আজাদ।
আইটিসিএল ও এসডিএসয়ের ২৪ কোটি টাকার সম্পত্তি মাত্র ২৪ লাখ টাকায় লেখে নিয়ে পথে বসিয়েছে হাজার হাজার আইটিসিএলও এসডিএস গ্রাহককে। চক্রান্তের মাধ্যমে মহল বিশেষকে ক্ষেপিয়ে তুলে এই এনজিরও লোকজনকে সর্বস্বান্ত করে ছাড়া হয়েছে।
নিজের সাঙ্গাত বাহিনী দিয়ে মেরে পিটিয়ে লুটপাট চালিয়ে এসডিএসকেও ছত্রখান করেছেন। এসবের মুলেই ছিলন লুরখা আজাদের কোটি কোটি টাকার চাঁদাবাজি। লুরখা আজাদ ও তার সাঙ্গাত বাহিনীকে ঈস্পিত পরিমাণ বা খিরাজ না দিলে কি হাল হয় তা এই এনজিও পরিচালকরা হাড়ে হাড়ে টের পেয়েছেন।
লুরখা আজাদ যেমন হয়েছেন অঢেল বৃত্তের মালিক তেমনি এসব এনজিওর চাকুরির নুন্যুত ২৪ হাজার কর্মকর্তা কর্মচারী হারিয়েছেন তাদের চাকুরি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।
আজ তারা বেকার পথে পথে ঘুরছেন একই সাথে এসব এনজিওর হাজার হাজার গ্রাহক হারিয়েছে তাদের জমাকৃত লাখ লাখ টাকা । আর বিভিন্ন ভয়ভীতি ও আশ্বাস দিয়ে ঐসব এনজিওর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে সমস্ত বিষয় সম্পতি নিজের নামে নামমাত্র মুল্যে হস্তগত করে এনজিওর কর্র্র্তৃপক্ষকে পাঠিয়েছেন জেল হাজতে।
উক্ত এনজিওর গ্রাহক সদস্যদের জমা টাকা গুলোর কোটি কোটি টাকা চিরতরে গ্রাস করেছেন লুৎফর রহমান খান আজাদ । একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান খানের সাথে।
আওয়ামীলীগের নির্বাচনী জনসভাগুলোতে আইটিসিএল ও এসডিএসের টাকা ফেরত চেয়ে লুরখা আজাদের বিরুদ্ধে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।
এ বক্তব্যে সাধারণ ভোটাররা ব্যাপক সারা দিচ্ছেন । এনজিওর টাকা আত্বসাত করায় সাধারণ ভোটাররা দলে দলে নৌকার মিটিং সভা সমাবেশে যোগ দিচ্ছেন এবং আজাদের বিরুদ্ধে শ্লোগানে মুখর হয়ে উঠছেন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।