ধানের শীষে নির্বাচিত হওয়া ঘাটাইলের ৩ ইউপি চেয়ারম্যান এখন নৌকায়

S M Ashraful Azom
0
ধানের শীষে নির্বাচিত হওয়া ঘাটাইলের ৩ ইউপি চেয়ারম্যান এখন নৌকায়
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া এজাহারুল ইসলাম ভুঁইয়া মিঠু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার শহর গোপিনপুর এলাকায় ধলাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক জনসমাবেশে মিঠু ভুঁইয়া একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান খানের ছেলে ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তির হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভুঁইয়া মিঠুর সাথে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান সহ ৫০ জন বিএনপির স্থানীয় নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

জানা যায়, সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভুঁইয়া মিঠু, ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভুঁইয়ার ছোট ভাই। গত ১৪ ডিসেম্বর (শুক্রবার) ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়ার ছেলে লিঠু ভুঁইয়াও আওয়ামী লীগে যোগদান করেন। এখন ঘাটাইল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির ছেলে লিঠু ভুঁইয়া এবং ভাই মিঠু ভুঁইয়া আওয়ামী লীগের পতাকাতলে।

বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া আরও দুইজন ইতোপূর্বে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা হলেন, উপজেলার দীঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম। 

এখন ঘাটাইলে ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া তিনজন আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। উল্লেখ্য: চলতি বছরের ২৯ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ধলাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ হাজার ১৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এজহারুল ইসলাম মিঠু ভূইয়া। তিনি বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মোঃ শফিকুল ইসলাম পেয়েছিলেন ৪ হাজার ৮৭৩ ভোট। এছাড়া সেই নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে সরকার দলীয় এমপি (টাঙ্গাইল-৩, ঘাটাইল) আমানুর রহমান খান রানা সমর্থিত রবিউল ইসলাম সেন্টু (আনারস), বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম লেবু (ঘোড়া), এবং নাজিবুল হক ঝন্টু (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করেন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top