আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়: মির্জা আজম এমপি

S M Ashraful Azom
0
আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়: মির্জা আজম এমপি
শাহজামাল: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নৌকা মাঝি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বিদ্যুৎ উৎপাদনে অভূতপুর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎতের আলো পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশ বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি গত ১৩ ডিসেম্বর সকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ও চরবানিপাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ভিত্তিক প্রচারণা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে যার বিদেশে চাকরি করতে গিয়ে ভিক্ষুকের জাতি বলে মাথানত করে থাকতো, আজ তারাই বিদেশে মাথা উচু করে চাকরি করছে।
 বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার বিরোধীরা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে দেশকে, দেশের মুক্তিযোদ্ধার চেতনাকে ভুলুন্ঠিত করে রেখেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যদিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে।

পথসভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top