
বকশীগঞ্জ প্রতিনিধি: বিএনপি প্রার্থী মাঠে আছে ভেবেই নিয়মিত কাজ করছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। প্রতিদিন নেতা কর্মীরা নৌকার পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন। তেমনি একজন নৌকা পাগল কর্মীর নাম মোশারফ হোসেন মিরাজ। ভোট এলেই নিজের সব কাজ ফেলে নৌকার প্রার্থীকে বিজয় করার জন্য মাঠে নেমে পড়েন তিনি। অনেকেই তাকে নৌকা পাগল বলে থাকেন। যার কাছে ব্যক্তি নয় দলের স্বার্থটাই বড়। তাই তিনি নির্বাচন এলেই ঘরে বসে থাকতে পারেন না। এবারও এর ব্যতিক্রম হয় নি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) বর্তমান সাংসদ আবুল কালাম আজাদকে মনোনয়ন দিয়েছে। তাই দলের সভানেত্রীর প্রার্থীকে বিজয়ী করার জন্য ঢাকার তিতুমীর কলেজ থেকে ছুটে এসেছেন মোশারফ হোসেন মিরাজ। প্রতিদিন নিজে এবং কিছু কর্মী নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন এই ছাত্রলীগ নেতা। উদীয়মান এই ছাত্রলীগ নেতা শেখ হাসিনার শুভেচ্ছা ও উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘরছেন নৌকার ভোট নিতে। তিতুমীর সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজ এর আগেও বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্যাপক ভূমিকা রেখেছেন। পুরো এক মাস কনকনে শীতের মধ্যে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মিরাজ জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত করতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় আনতে হবে। তাই নৌকার পক্ষে মাঠে নেমেছি। তিনি আরো জানান, এলাকায় নৌকার পক্ষে ব্যাপক নাড়া পাচ্ছি। তাই ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিতে তিনি ভোটারদের অনুরোধ করেছেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।