
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের সিবিও এন্ড সিএসও শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষদের সাথে এসডিজি নীতি কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে)র’ হলরুমে আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনুর সভাপতিত্বে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) অর্থায়নে অক্রফ্যাম ও সিপিডি অংশীদারীত্ব বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্যে রাখেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মিনু, জিইউকে’র প্রকল্প সমন্বয়কারী মো. মুনীর হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রভাষক শহিদ রেজাউল কবির লেবু, রৌমারী ফাজিল মাদ্রাসার প্রভাষক জাকির হোসেন ও মোছা. মাহমুদা আকতার স্মৃতি, কুটিরচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য মোছা. কনিকা খাতুন ও মোছা. মাহমুদা খাতুন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মো. নুরুল আমিন, সাংবাদিকদের মধ্যে রয়েছেন মো.মতিয়ার রহমান চিশতী, এসএম সাদিক হোসেন, মো. রফিকুল ইসলাম সাজু, মো. শফিকুল ইসলাম, মো. আমির হোসেন, মো.শাহাদত হোসেন, মো.সুজাউল ইসলাম সুজা, মো.মাজহারুল ইসলাম, জিতেন চন্দ্র দাস, মো.সাখয়াত হোসেন, মো. সাইফুল ইসলামসহ প্রমূখ।
প্রসঙ্গত, নদীভাঙ্গন, বাল্যবিবাহ, জন্ম-মৃত্যু সনদপত্র, স্বাস্থ্য,কৃষি, নারী নির্যাতন,শিশু শ্রম, প্রাকৃতিক দূর্যোগ, বেকার সমস্যা, যোগাযোগ ব্যবস্থাসহ মোট ১৭টি সমস্যা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধনের লক্ষ্যে কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের কথা তুলে ধরেন।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।