
নিপুন জাকারিয়া : আমি হাজার বার জম্ম নিলেও সদর বাসীর ভালবাসার ঋন শোধ হবে না। আমাকে ভালবেসে সদরের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে, যেভাবে নৌকার জোয়ার তুলেছেন, তা আমার শেষ রক্ত বিন্দু দিয়েও শোধ করা যাবে না। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের ম্যধমে নৌকার বিজয় ছিনিয়ে ভালবাসার প্রমান দিতে প্রস্তুত আছে সদর বাসী। আগামী দিনে আমি নির্বাচিত হলে তাদের ভালবাসা দাম দিতে সদর বাসীকে সাথে নিয়ে উন্নয়ন করে যাবো জানান সদর আসনের নৌকার মাঝি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার নতুন মাঝি জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
সোমবার দিনব্যাপী জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত উপ-শহর, ছোনটিয়া মোড়, ছোনটিয়া বাজার, গোপিনাথপুর সরকারী প্রথমিক বিদ্যালয় গোপিনাথপুর মোড় ও রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজার, বাস্ততলা বাজার, চাঁনপুর বাজার পাকুল্যা স: প্রথমিক বিদ্যালয়, ইলাহি বাজার, রশিদপুর চৌরাস্তা মোড়, শেখ পাড়া, চকপাড়া বৈরাগী বাজার, আমিরপুর চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে গনসংযোগ, পথসভা ও উঠান বৈঠুক করেন তিনি।
এ সময় প্রতিটি গ্রামে-গ্রামে, বাড়ী-বাড়ী ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং বিভিন্নস্থানে পথসভা ও উঠান বৈঠুকে বক্তব্য রাখেন। এ সফর সঙ্গি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ,লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য অধক্ষ্য আব্দুল হামিদ, সদর উপজেলা আ,লীগের সভাপতি ড়া: আব্দুল মান্নান খান, জেলা পরিষদের সদস্য বুলবুলি, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আ,লীগের সভাপতি একেএম মহসীনুজ্জামান, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, রশিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুলাহ আল মামুন ঠান্ঠা, ইউনিয়ন আ,লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারন সম্পাদক ফারক আহাম্মেদ বিএসপিসহ স্থানীয় আ,লীগ ও অঙ্গ সহযোগীতা সংগঠনের বিপুল সংখ্যাক নেতৃবৃন্দ অংশ নেন।
⇘সংবাদদাতা: নিপুন জাকারিয়া
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।