
রৌমারী প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রয়াস নাট্য সংঘ ও ইএলসির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, লেখক সাহিত্যিক কবি মুআ রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, রৌমারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক এমআর ফেরদৌস. মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুস ছামাদ খান রৌমারী সদর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু, রৌমারী গণকমিটির সদস্য সচিব মো. শাহ আব্দুল মোমেন, ইউনিয়ন তথ সেবার মো. তাহেরুল ইসলাম প্রমুখ। পরে মোমবাতি জ্বালিয়ে রৌমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।