জামালপুরে স্কুল ফিডিং সভা

S M Ashraful Azom
0
জামালপুরে স্কুল ফিডিং সভা

জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে বুধবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস সভাকক্ষে স্কুল ফিডিং প্রোগ্রামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এর আয়োজন করে।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান আরজু, খোরশেদ আলম চৌধুরী, আব্দুল গফুর, সোহেল মাহমুদ, স্কুল ফিডিং প্রোগ্রামের মনিটরিং এ্যান্ড রিপোর্টিং অফিসার তাহেরুল ইসলাম, ফিল্ড মনিটর মোঃ লিটন মিয়া, মেহেরুন নাহার, মিজানুর রহমান, আবু হানিফ ইবনে আহসান, রাকিবুল হাসান, একেএম আজিজুর রহমান, মুখলেছুর রহমান, কাজী সৈকত প্রমুখ।

সভায় শিশু উপস্থিতির হার বৃদ্ধি, ঝরেপড়া রোধ ও পুষ্টিঘাটতি পূরণে দারিদ্রপীড়িত এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসুচীর উপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, এ যাবৎ ইসলামপুর উপজেলায় উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ১৭৮.৬১২৪ মেট্রিক টন বিস্কুট বিতরণ করা হয়েছে। উপজেলার ১শ ৫৩টি সরকারি প্রাইমারী স্কুল, ১টি শিশু কল্যাণ ট্রাষ্ট ও ১৮টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার মোট ৩৭ হাজার ৩শ ৭৬ জন শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় রয়েছে। তার মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯শ ২৩ এবং ছাত্র ১৮ হাজার ৪শ ৫৩ জন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top