
রকি চন্দ্র সাহা, শাহরাস্তি প্রতিনিধি: শাহরাস্তিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম এমপি গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার দিনব্যাপী উপজেলার মনিপুর, চিতোষী, পানচাইল, কাদরা, বড়তুলা, খেড়িহর, উঘারিয়া, নুনিয়া, দৈয়ারা এলাকা পদক্ষিন করে পাথৈর গ্রামে গিয়ে প্রথম দিনের গণসংযোগ ও পথসভাটি শেষ করেন।
এসময় তিনি বলেন, উন্নয়নের প্রতিক "নৌকা'য় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। এই নৌকা আমার নয়, নৌকা আপনাদের, নৌকা বঙ্গবন্ধুর, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক। কাজেই নৌকায় ভোট দিবেন। তিনি বলেন, এক সময় বিদ্যুতের আলো অদৃশ্য ছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুতকে দৃশ্যায়িত করে প্রত্যেকের ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন করে দিয়েছে। আজ এর সুফল ভোগ করতে পারছেন আপনারা।
এসময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মো. ফরিদ উল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, জেলা আ'লীগের উপদেষ্টা মো. আনিছুর রহমান বিজয়, উপজেলা আ'লীগের যুগ্ম-সাধারন সম্পাদক খোকন সরকার, উপজেলা আ'লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, ঢাকা মহা নগর উত্তর তাঁতী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আ'লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর আজিজ মানিক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি।
এছাড়া আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।