
ঘাটাইল প্রতিনিধি: বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সকল মুক্তিযোদ্ধাদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গতিশীল করার জন্য নৌকা মনোনীত প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আয়োজিত সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলিগ মনোনীত নৌকার প্রার্থী আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বীর প্রতীক,সাবেক পৌর মেয়র মোঃ হাসান আলী, জেলা সহকারী কমান্ডার সোলায়মান, মোহাব্বত হোসেন খান, আব্দুস সাত্তার ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান খান, জিবিজি সরকারী কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম খান হেষ্টিং, মাসুদুর রহমান আজাদ,মোঃ মোতালেব হোসেন প্রমুখ।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।