![]() |
| মাটি খনন যন্ত্র দিয়ে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ |
জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর উপজেলার বাটিকামারী বিল পুনঃখননের মাধ্যমে খাল খননেন উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় জামালপুরের জেলা প্রশাসক আহামেদ কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খাল খননের শুভ সুচনা করেন। পরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক’শ বছরের ডেলটা প্ল্যান” ২০২১ এর পানি ব্যবস্থপনার উন্নয়ন, মৎস চাষ ও ভূগর্ভস্থ পানি রিচার্জ করণ এবং পরিবেশ উন্নয়নের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরীর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ প্রধান জানে আলম, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লোকমান হোসেন, ইউএনও মিজানুর রহমান, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন স্বাধীন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ জলীল। পাউবো’র নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, দেশের ৬৪ জেলায় ছোট নদী, খাল-বিল ও জলাশয় পুনঃখনন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় ইসলামপুরের বাটিকামারীতে ৫৫০ মিটার দৈর্ঘ্য এ খাল খননের শুভ সুচনা করা হলো। মেসার্স তাজুল ইসলাম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ খাল খননের মাধ্যমে জলাশয় সৃষ্টি হবে। এতে মৎস চাষ, কৃষি জমিতে সেচ ব্যবস্থাসহ মানুষের পানির নানা প্রয়োজন মিটানো ছাড়াও পরিবেশের উন্নয়ন হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।