বাসাইলে ঐক্যফ্রন্ট ও আ’লীগের সভাস্থলে ১৪৪ ধারা জারি

S M Ashraful Azom
0
বাসাইলে ঐক্যফ্রন্ট ও আ’লীগের সভাস্থলে ১৪৪ ধারা জারি
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট এর নির্বাচনী সভা আহ্বান করার ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না এই আদেশ জারি করেন। এর আগে বড় দুটি দল বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী সভা করার ঘোষণা দেয়। একই স্থানে সভা আহ্বান করার ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন বাসাইল বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ প্রসঙ্গে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না জানান, বুধবার বিকেলে বাসাইল বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতালীগ আবেদন করে। একই সময় আর একই স্থানে সমাবেশ আহবান করায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ আজ দুপুর ১২টা থেকে রাত ৮পর্যন্ত কার্যকর থাকবে।
⇘সংবাদদাতা: বাসাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top