
গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমএ সাত্তারের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে নিশ্চিত করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম হামিদুল্লাহ। জাতীয় পার্টির সকল নেতা কর্মী মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে কাজ করবেন বলেও তিনি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আকরামুল হক, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ প্রমুখ। সংবাদ সম্মেলন থেকে জানা যায়, ২৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য প্রার্থী এমএ সাত্তার।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।