
ঘাটাইল প্রতিনিধি: মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫১ জন। যার মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৯ শত ৩৯ জন, পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ১ শত ১২ জন।
যার মধ্যে দৌলতখান উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০টি ভোট কেন্দ্রের বিপরীতে ২৯৭টি কক্ষে পুরুষ ভোটার ৬৪ হাজার ৯ শত ২১ জন ও নারী ভোটার ৬০ হাজার ৮ শত ৩৪ জন। বোরহানউদ্দিন উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬২টি ভোট কেন্দ্রের বিপরীতে ৩৫৫টি কক্ষ।
এর মধ্যে ৮৭ হাজার ১ শত ৯১ জন পুরুষ ভোটার আর ৮৪ হাজার ১ শত ৫ জন নারী ভোটার। আগামি ৩০ ডিসেম্বর ভোট প্রদান নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এ নির্বাচনী এলাকায়। গত ১০ বছরে ব্যাপক উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এই আসনে। এ পরিবেশ নির্বাচনে প্রভাব ঘটবে অভিমত সাধারণ মানুষের। ২০০১-২০০৬ সালে অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচন করবে সাধারণ ভোটারা।
চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গাই আলোচনা পছন্দের প্রার্থীকে নিয়ে। বিগত বেশ কিছু নির্বাচনের দিকে তাকালে শুধু ২০০১ সাল ছাড়া স্বাধীনাত্তর এ আসনটি আওয়ামীলীগের দুর্গ হিসাবে পরিচিত।
জাতীর জনক শেখ মুজিবুর রহমান এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ অঞ্চলের সাধারণ মানুষগুলো সব সয়ই আস্থা রেখেছে বর্তমান বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এর প্রতি। মূলত ভোলা-২ আসনের মানুষের সব সময় পছন্দের ব্যক্তি তোফায়েল আহমেদ।
২০০১-২০০৬ সালে ৫ বছর নির্যাতন অত্যাচারে সবমাত্রা ছাড়িয়ে যায় এ আসনটিতে। সাধারণ মানুষের উপরে চলে নির্যাতন যা এ আসনের মানুষ কখনো ভুলবে না।
২০০৮ সালে তোফায়েল আহমেদ এ আসন থেকে নির্বাচিত হন। ৫ই জানুয়ারী নির্বাচনে তোফায়েল আহমেদ এর বড় ভাইয়ের পুত্র দৌলতখান পৌরসভার জনপ্রিয় মেয়র আলী আজম মুকুল আওয়ামীলীগের মনোনয়ন লাভ করে এমপি নির্বাচিত হন। ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি সচ্ছ-সৎ, আদর্শবান মানুষ হিসাবে এ অঞ্চলের মানুষের আস্থা তার উপর।
পাশাপাশি সাধারণ ভোটারও সব সময় আস্থা রাখে তার উপরে। কারণ গত ১০ বছরে এ অঞ্চলের মানুষ ১ মুহুর্তের জন্যও নিরাপত্তার অভাব বোধ করেনি। প্রধান সমস্যা নদী ভাঙন প্রতিরোধে ৫১৭ কোটি টাকার ব্লক, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, ব্রিজ এর পাশাপাশি তরুন ভোটারদের উদ্ভুদ্ধ করণে সামাজিক কার্যক্রম গ্রহণ পাশাপাশি কঠোরহস্তে মাদক নির্মূলে শতভাগ সফল তিনি।
বিএনপি থেকে ৩ জন ব্যক্তি মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাবেক এমপি হাফিজ ইব্রাহিম (মামলা) জনিত কারণে তার প্রার্থী হওয়া ক্ষীণ। কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্ঠা রফিকুল ইসলাম মমিন। তিনিও দলীয় টিকেটে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আছেন অপরিচিত মুখ হাফিজ ইব্রাহিমের পুত্র মারুফ ইব্রাহিম। আওয়ামীলীগের প্রার্থী মাঠে থাকলেও বিএনপি’র কাউকে ভোটের মাঠে এখনো দেখা যায়নি। উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলছেন নৌকার প্রার্থীর বিজয়ে এ অঞ্চলের মানুষ ঐক্য বদ্ধ গত ১০ বছরের ব্যাপক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা মাথায় রেখে সাধারণ ভোটারেরা তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।
সাধারণ ভোটাররা বলছেন, এক দল থেকে ৩ জনই ভোট করতে চায়। তারা নিজেরাই এখনও ঠিক হতে পারছে না। তাছাড়া তাদের আমলে দুর্বিস্ব স্মৃতিগুলো মানুষ ভুলতে পারেনি কখনো। গত ১০ বছরে এখানে ১টি পটকাও ফোটেনি।
যেখানে একটি সময় মানুষের ঘুম ভাঙতো বোমের আওয়াজে। সবকিছু মিলিয়ে ভোটাররা বর্তমান পরিবেশ অব্যাহত রাখতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলে বলছে।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।