টাঙ্গাইল -৩ আসনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগে বিএনপি’র যোগদানের হিড়িক

S M Ashraful Azom
0
 টাঙ্গাইল -৩ আসনে ঐক্যবদ্ধ আওয়ামীলীগে বিএনপি’র যোগদানের হিড়িক
ঘাটাইল প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে। 

এ আসনে শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান একচ্ছত্র নির্বাচনী প্রচার চালিয়ে আসছেন। অপরদিকে দিকে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মনোনয়ন দাখিলের পর নির্বাচনী মাঠে দেখা যায়নি। 

এমনকি তার নেতা কর্মী সমর্থক খুঁজে পাওয়া যায়নি। আওয়ামীলীগ প্রার্থীর নৌকা মার্কার লিফলেট পোষ্টারে ছেয়ে গেলেও বিএনপির কোন লিফলেট পোষ্টার নেই নির্বাচনী মাঠে । বিএনপির কিছু কিছু কর্মী সমর্থক লিফলেট পোষ্টারের জন্য ঘাটাইল সদরে আসলেও দলীয় অফিস তালাবদ্দ অবস্থায় দেখতে পেয়ে নিরাশ হয়ে তারা গ্রামে ফিরে নৌকা মার্কার নির্বাচনী মিটিং সমাবেশে যোগ দেয় এবং আওয়ামীলীগে যোগদান করেন। 

ইতিমধ্যে দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান তুখোড় বিএনপি নেতা নজরুল ইসলাম প্রায় ৩শ নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। অপরদিকে সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে ফুলের তোড়া হাতে দিয়ে আওয়ামীলীগে যোগ দান করেন। 

উপজেলা বিএনপির সভাপতি বুলবুল ভুইয়ার ছেলে ধলাপাড়া বিএনপি নেতা লিটু ভূইয়া অসংখ্য নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।

এক কথায় সারা ঘাটাইলে বিএনপির নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদানের হিড়িক পড়েছে। ফলে ঘাটাইলের নির্বাচনী মাঠে এখন বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেনা। এমতাবস্থায় এ নির্বাচনে বিএনপি প্রার্থীর করুন পরিনতি অপেক্ষা করছে । 

এ আসনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলতে গেলে ঘাটাইলের সিনিয়র সাংবাদিক সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ জানান,দেউলাবাড়ী বিএনপির নির্বাচনী অফিসে মনোনয়ন দাখিলে পর লুৎফর রহমান খান আজাদ তার নেতা কর্মীদেরকে বাঁশের লাঠি বানিয়ে কেন্দ্র পাহাড়া দেয়ার কথা বলে সেই যে গেলেন এই নির্বাচনের ভরা মৌসুমে ঘাটাইলের নেতাকর্মীরা তার মুখ দেখছেন না। 

অপদিকে আওয়ামীলীগের প্রার্থী আতাউর রহমান খান একজন পরহেজগার সৎ নিষ্ঠাবান এবং ক্লিন ইমেজের লোক হওয়ায় তার আচরণ ও জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীরা দলে দলে আওয়ামীলীগের পতাকা তলে যোগ দিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ আসনে অতীতে স্থানীয় আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দল থাকলেও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আতাউর রহমান খান মনোনয়ন পাওয়ায় সকল ক্ষোভ ও অভিমান ভেঙ্গে সকলে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে প্রচারণার শেষ মুহুর্তেও বিএনপির কোন্দলের কারনে এখনো নির্বাচনী মাঠে আসতে পারেননি তারা। 

ফলে নির্বাচন থেকে প্রায় ছিটকে গেছে বিএনপি। জানা গেছে,আলহাজ্ব আতাউর রহমান খান মনোনয়ন পাওয়ার পর অন্যসব মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় আওয়ামীলীগ একত্বতা প্রকাশ করে রাতদিন নৌকার পক্ষে মিছিল মিটিং ও উঠান বৈঠক করে গণসংযোগ চালিয়ে যাচ্ছে । তারা বলছেন নৌকার বিজয় ছিনিয়ে আনতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। এদিকে প্রচারনার শুরু থেকেই নৌকার প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান এ আসনে বিভিন্ন গ্রামগঞ্জে হাট বাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। 

এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ,যুবলীগও ছাত্রলীগের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার মাধ্যমে নেতাকর্মীদের নির্বাচনে উৎফুল্ল ও চাঙ্গা রেখেছেন তিনি ।

অপরদিকে এ নির্বাচনে লুৎফর রহমানে সঙ্গে নির্বাচনী মাঠে মুখোমুখি হতে হচ্ছে তার চাচাতো ভাই আলহাজ্ব আতাউর রহমান খানের সঙ্গে। এর আগে লুৎফর রহমান খান তার চাচাতো ভাই আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত শামছুর রহমান খান কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানা আলহাজ্ব আতাউর রহমান খানের ছেলে । 

১৯৭০,১৯৭৩,১৯৮৬ সালের সংসদ নির্বাচনে শামছুর রহমান খান এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শামছুর রহমান খান আওয়ামীলীগের প্রার্থী হন তার চাচাতো ভাই লুৎফর রহমান খান ধানের শীষ প্রতীক নিয়ে প্রথম এমপি নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এর পর ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে শামছুর রহমান খানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। 

২০০৬ সালে আওয়ামীলীগের প্রার্থী উপমহাদেশের প্রখ্যাত হার্ড বিশেজ্ঞ ড.মতিউর রহমান লুৎফর রহমান খান আজাদকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ডা.মতিউর রহমান ২০১২ সালের সেপ্টেম্বর মারা যান। শুন্য আসনের উপনির্বাচনে শামছুর রহমানের ভাতিজা এবং আতাউর রহমান খানের ছেলে আমানুর রহমান খান বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে আমানুর রহমান খান আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top