সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দু'দিন ব্যাপী প্রশিক্ষন শুক্রবার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে।
প্রশিক্ষনার্থীদের ভোট গ্রহনের দায়-দায়িত্ব স¤পর্কে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার আহম্মেদ কবীর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কবীর উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) কামরুন নাহার, কৃষি অফিসার আব্দুল¬াহ আল মামুনসহ সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তাগন প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষনে উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ৮৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২০১ জন, পোলিং অফিসার ৪৮৬ জন মিলে মোট ৭৭৫ জন অংশ নেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।