
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুুরের বকশীগঞ্জের ব্যবসায়ী ও সমাজ সেবক এমদাদুল হক এমদাদ বিপুুল সংখ্যক সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হলেন। বর্ধিত সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ , মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগে যোগদানের পর এমদাদুল হক এমদাদ বলেন, এখন থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রমে তিনি অংশ নেবেন। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ এমপিকে আবারো নির্বাচিত করার জন্য মাঠে প্রানপ্রণে কাজ করবেন বলেও জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।