
টাঙ্গাইল: টাঙ্গাইল-৬ আসনের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের চেয়ারম্যান হানিফুজ্জামান লিটন দুই শতাধিক কর্মী সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। অনাড়ম্বর এ যোগদান অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে সদ্য যোগদানরত ইউপি চেয়ারম্যাসসহ কর্ম সমর্থককে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ।
বুধবার দুপুরে পুটিয়াজানী মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহ্সানুল ইসলাম টিটু, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এহ্সানুল ইসলাম খান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।