
প্রদীপ মোহন্ত, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়ায় তিন দিনের ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে। স্থানীয় এলিট ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা সমাপনি দিনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু।
গাবতলী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ঘোড়দৌড় প্রতিযোগিতার সভাপতি সাজেদুর রহমান মোহন জানান, গ্রামীণ জনগণের আনন্দ উপভোগের জন্য ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত দুই সপ্তাহ আগে থেকে পুরো উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা থেকে দৌড় প্রতিযোগিতার জন্য ঘোড়া সংগ্রহ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ জোড়া ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিলেও শেষ দিন শুক্রবারে ৩৬টি ঘোড়া অংশ নেন।
তিনি বলেন, বগুড়া ছাড়াও সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, নাটোর ছাড়াও বিভিন্ন জেলা থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আসে।
অনুষ্ঠানে ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। দৌড় প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। মোট ৯ টি গ্রুপ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
উল্লেখ বুধবার বিকেলে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।
⇘সংবাদদাতা: প্রদীপ মোহন্ত
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।