
গাইবান্ধা প্রতিনিধি : জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং গাইবান্ধা জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন জিয়াউর রহমান সুমন। তিনি দীর্ঘদিন থেকে এসব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান জিয়াউর রহমান সুমন। এ বিষয়ে জিয়াউর রহমান সুমন বলেন, ব্যক্তিগত কারণে ও কারো দ্বারা প্ররোচিত না হয়ে সম্পুর্ন সজ্ঞানে উল্লেখিত দল ও তার সকল পদ থেকে আমি পদত্যাগ করেছি। এখন থেকে জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির সাথে আমার কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।