
পলাশবাড়ি প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীর জালাগাড়ী দরগাহপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান আজ ১৯ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার সুপার মাওঃ মোস্তফা শাহদুতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিটিআই সভাপতি নুরন্নবী মিয়া প্রমুখ। এসময় অত্র মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
⇘সংবাদদাতা: পলাশবাড়ি প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।