
বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রে ভোট গ্রহেেণর তারিখ ঘোষনা করা হয়েছে। আগামি ১০ ফেব্রুয়ারি স্থগিত মালিরচর হাজী পাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৩ সালের বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ১২ টি কেন্দ্রের মধ্যে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে সিল মারাকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তা। ১১ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর এগিয়ে থাকলেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও তৃতীয় স্থানে থাকা শাহীনা বেগম নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। এই মামলা সম্প্রতি খারিজ হলে ভোট গ্রহণের বাঁধা কেটে যায়।
এমতাবস্থায় নির্বাচন কমিশন স্থগিত ওই কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং আগামি ১০ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষনা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্ততি চলছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।