পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক

S M Ashraful Azom
0
পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আনন্দটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক ও সাস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে ফেব্রুয়ারী মাসে তফশিল আর মার্চে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এর এমন আভাসে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গাইবান্ধা জেলার ৭ টি উপজেলা সরব হয়ে উঠেছে প্রার্থীদের পদচারণা ও প্রচারণায় জেলার পলাশবাড়ী উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের বেশ তোড়জোড় শুরু হয়েছে।চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান দুই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশির ভাগ নতুন মুখের প্রচারণা দেখা যাচ্ছে এবার।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত পলাশবাড়ী উপজেলার সদরের কৃতি সন্তান প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি, আনন্দটিভি জেলা প্রতিনিধি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গণজাগরণখ্যাত নেতা ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন অটো গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম। তিনি দীর্ঘ দিন ধরে জেলা ও উপজেলা জুড়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন। জয় পরাজয়ে তিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেন। এ নির্বাচনে তার জয়ের ব্যাপারে সর্মথক ও শোভাকাংঙ্খীগণ শতভাগ আশাবাদী।

পলাশবাড়ী উপজেলার সর্ব পরিচিত ও গ্রহনযোগ্য ক্লিন ইমেজের মানুষ গণজাগরণখ্যাত নেতা সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম বলেন,আমার সিনিয়রদের সমর্থন নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবো । জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো।অতিতের ন্যায় সততা ও নিষ্ঠার সাথে এলাকার মানুষের জন্য বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি ও তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ভূমিকা রেখে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে ও উপজেলার সর্বস্তরের জনগণের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে সকলের কাছে আশীর্বাদ -দোয়া ও সমর্থন কামনা করছি ।

তিনি আরো জানান, এ নির্বাচনে কোন প্রকার পোষ্টার ফেস্টুন না দিয়ে বা কোন প্রকার ব্যয় না করে এ নির্বাচনে একক ভাবে প্রচারণা করে তিনি প্রতিদ্বন্দিতা করবেন। এবং ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সমর্থণ চাইবেন। এক্ষেত্রে দলীয় সমর্থণ না পেলেও তিনি এ নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশ নিবেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top