
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : আজ বৃহস্পতিবার থেকে বগুড়ায় বিশ্ব তিন দিনের ইজতেমা শুরু হয়েছে। ফজরের নামাজের পর মাওলানা আশরাফ আলীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঢাকা-বগুড়া প্রথম বাইপাস সড়কের বাবপুর-ঝোপগাড়ি এলাকার প্রায় ১০ একর জমির ওপর ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আশেপাশের এলাকায় গ্রামীণ মেলার আবহ বিরাজ করছে। পাশাপাশি প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজনে ভরে গেছে।
নিজেদের আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই ইজতেমার আয়োজন উল্লেখ করে ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান শাহীন জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধানে দ্বিতীয় বারের মতো বগুড়ায় ইজতেমা অনুষ্ঠান হচ্ছে। সবকিছু শান্তিপূর্নভাবে শেষ হলে আগামী বছর থেকে আরও বড় করে আয়োজন করা হবে। ইজতেমায় লক্ষাধিক মেহমানের থাকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাশ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান জানান, শুধু দেশের বিভিন্ন জেলার নয়; মালয়েশিয়া, সৌদি আরব জর্ডান, ইন্দোনেশিয়াসহ অনেক দেশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা এসেছেন।
মেহমানদের চিকিৎসাসেবায় দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রশাসন আইন-শৃংখলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। আয়োজকরা আশা করছেন, ৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এ ইজতেমায় অংশ নেবেন। আগামীকাল শনিবার দুপুরে আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বগুড়ার বিশ্ব ইজতেমা শেষ হবে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামরুজ্জামান মিয়া জানান, ইজতেমা ময়দানের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত দিন ভাগ থেকে পালাক্রমে তারা দায়িত্ব পালন করছেন। তিনি নিজে আইন শৃংখলা পরিস্থিতি মনিটরিং করছেন। বগুড়া ছাড়াও অন্য ৫টি জেলা থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ দায়িত্ব দিয়ে বগুড়ায় নিয়ে আসা হয়েছে।
বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে ইজতেমা মাঠে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশপাশি তবলিগ জামায়াতের নিজস্ব সদস্যরাও পাহারার দায়িত্ব পালন করছেন। ইজতেমা স্থল মহাসড়ক সংলগ্ন স্থানে হবার কারণে যানবাহন চলাচল সীমিত করে বিকল্প পথ ব্যবহার করা হচ্ছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।