গাইবান্ধায় ছাত্রছাত্রীদের ক্লাশ বর্জন ও মানববন্ধন কর্মসূচী পালিত

S M Ashraful Azom
0
গাইবান্ধায় ছাত্রছাত্রীদের ক্লাশ বর্জন ও মানববন্ধন কর্মসূচী পালিত
গাইবান্ধা প্রতিনিধি: ছাত্রীদের যৌন হয়রানিকারি গাইবান্ধা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অমিত পার্থ দাসকে গ্রেফতার এবং অপসারণের দাবিতে বৃহস্পতিবার কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে পৃথক মানববন্ধনের কর্মসূচী পালন করে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ জেলা সভাপতি মো. আসিফ সরকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহবায়ক ওয়ারেছ সরকার, ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, সাধারণ শিক্ষার্থী কলি রাণী, বন্ধন কুমার বর্মণ প্রমুখ। শিক্ষার্থীরা উক্ত বিকৃত মানসিকতার ওই শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত লাগাতার ক্লাশ বর্জন করে পঞ্চমদিনের মত সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনসহ এইসব কর্মসূচী পালন করে। এদিকে কলেজ ক্যাম্পাসে গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী অব্যাহত রাখা হয়।

কলেজের ছাত্রীদের অভিযোগে জানা গেছে, অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্ল¬¬ীল ভিডিও পাঠান এবং ছাত্রীদেরকে নানাভাবে যৌন হয়রানি করেন।

গত শনিবার কলেজের ৫ জন ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের কাছে অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে দেখার জন্য গণিত বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক আব্দুর রউফ খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দেয়া হয়েছে। তারা ৭ কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদান করবেন। সেই রিপোর্টের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি অধ্যক্ষ জানান।

এদিকে কলেজের শিক্ষকরা একই দাবিতে কলেজের ক্লাশ বর্জন করে কলেজ ক্যাম্পাসে পৃথক একটি মানববন্ধনের কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অর্থনীতি বিভগের বিভাগীয় প্রধান আসাদুল ইসলাম প্রমুখ। 


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top