![]() |
বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় খতমে বুখারীতে অংশগ্রহণকারী আলেমদের একাংশ |
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শোলকবহর মাদরাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল, জিরি মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারী আনোয়ার, মদুনাঘাট মাদরাসার শিক্ষক মাওলানা জহুর, ছনুয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবু তৈয়ব, মখজুনুল উলুম জলদি বাইঙ্গা পাড়া মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম, চাম্বল মাদরাসার শিক্ষক মাওলানা নূরুল ইসলাম, নাসিরাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা মাহমুদুর রশিদ, বাবুনগর মাদরাসার শিক্ষক মাওলানা ফরিদ, মনকিচর এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ, পুকুরিয়া মাদরাসার শিক্ষক মাওলানা ওছমান গনী, লোহাগাড়া মাদরাসার শিক্ষক মাওলানা শোয়াইব ইবনে আব্বাস, লালখান বাজার মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হক, বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
বায়তুল ইরফান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে খতমে বুখারী সম্পন্ন হয়। এসময় বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।