
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দারুস সালাম হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় এর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুস সালাম হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ফয়জুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহাবুব আলম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, হাসপাতালের চেয়ারম্যান শাহীনা আক্তার শিল্পি , জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা যুব লীগের যুগ্ন আহবায়ক আবদুল আলিম তারা প্রমুখ।
দারুস সালাম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ফয়জুর রহমান বলেন, চর-অঞ্চলের গরিব দুঃখী মানুষের চিকিৎসা সেবা করার জন্য উন্নতমানের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি বা মেশিন ব্যবহার করা হবে।
তিনি আরো বলেন আমি ইচ্ছা করলে ঢাকায়,ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর অঞ্চলে এই হাসপাতাল নির্মাণ করতে পারতাম। আমি আমার এলাকার সাধারণ গরিব-দুঃখী মানুষের সেবা করার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।