উপজেলা নির্বাচনে তরুনদের সমর্থনে এগিয়ে যেতে চান জুম্মন

S M Ashraful Azom
0
উপজেলা নির্বাচনে তরুনদের সমর্থনে এগিয়ে যেতে চান জুম্মন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ পঞ্চম উপজেলা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁও জেলা। জেলার ইউনিয়ন, ওয়ার্ড, পৌর শহরসহ পাড়া মহল্লায় এখন চলছে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা। আসন্ন এ নির্বাচনে অংশগ্রহণ নেওয়াকে কেন্দ্র করে আলোচনায় শোনা যাচ্ছে অনেক গুলি নাম। এদের কারো যেমন রয়েছে রাজনীতিতে সফল পদচারনা, তেমনি কারো রয়েছে বিগত সময়ের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার যোগ্যতা।

আসন্ন উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁওয়ে মনোনয়নে আগ্রহী নামগুলির মধ্যে এবার রয়েছে নতুনত্বের ছোয়া। এমনি একটি নাম জুম্মন খান। ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথচলা। বিগত সময়ে তিনি ঠাকুরগাঁও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি পদেও ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রজন্মলীগ ঠাকুরগাঁও শাখার সাধারন সম্পাদক পদে রয়েছেন। তার দাদা আব্দুল হক খান ( হক সাহেব) আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কমিশনার ও ভাইস চেয়ারম্যান ছিলেন। ক্রিড়াঙ্গনেও রয়েছে জুম্মন খানের সফল পদচারনা। ২০০০ সালে প্রথম বিভাগ ক্রিকেট লেিগ অংশ নেন তিনি। এর পরে বিভন্ন ক্রিকেট লীগ গুলিতে ঠাকুরগাঁওয়ের হয়ে খেলেন তিনি। ঠাকুরগাঁওয়ের ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত থাকার কারনে তরুন মহলে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

ঠাকুরগাঁও আশ্রমপাড়ার বাসিন্দা ইউসুফ আলী জানান, মনোনয়নে আগ্রহী সকলেই ভালো প্রার্থী। তবে জুমুন যেহেতেু ঠাকুরগাঁও ক্রিড়াঙ্গণের সাথে জড়িত , তাই সে মনোনয়ন পেলে শহরের শিশু পার্ক সহ ছোট বাচ্চাদের খেলার জন্য বিশেষ ভ’মিকা রাখবে বলে আমি মনে করি।

ঠাকুরগাঁও হাজিপাড়ার আসিফ ফেরদৌস জানান, জুম্মন ভাই যেহেতু একজন তরুন নেতা। তাই তিনি এরকম একটা পদে এলে তরুন ও যুবকদের নানা উন্নয়নমুখী কর্মকান্ড করবেন বলে মনে করছি। তিনি সদর উপজেলার চেয়ারম্যান হলে আমাদের শহরে  মাদকের বিরুদ্ধেও একটা শক্ত অবস্থান নেবেন বলে আশা করি।

এ ব্যাপারে জুম্মন খান জানান, আমি ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা রশুরু করি। এখন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক পদে রয়েছি। এছাড়াও আমি ঠাকুরগাঁওয়ের সেবা মূলক সংগঠন ঠাকুরগাঁও ক্লিনিক ডায়গোনোস্টিককর্মচারী উন্নয়ন সংস্থারও আহবায়ক ও সভাপতি পদে ছিলাম। আমার ইচ্ছা রয়েছে বেকার যুবকদের জন্য কিছু করার এবং মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার। আমার চেয়ে অনেক যোগ্যবান প্রার্থীরা রয়েছেন যাদের আমি অনেক সম্মান করি । আমি মনোনয়ন পাই বা না পাই , আমাদের এ শহরটাকে সুন্দর ও মাদক মুক্ত করতে তারা আমাকে সাহায্য করবে । আমি তাদের কাছে শুধু এটাই চাই আর সকলের কাছে দোয়া চাই যেনো আগামীর প্রতিটি মুহুর্তে সবাইকে ভালোটাই উপহার দিতে পারি।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top