
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের নিকট থেকে প্রবেশপত্র বাবদ অবৈধভাবে ৩‘শত টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
টাকা না দিলে প্রবেশপত্র আটকিয়ে দেয়া হচ্ছে। ভূক্তভোগি পরিক্ষার্থী ও অভিভাবকরা জানান, নিয়ম বহির্ভুতভাবে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ১‘শত ২৫ জন পরিক্ষার্থীর নিকট থেকে প্রবেশপত্র বাবদ জোরপূর্বক ৩‘শত টাকা করে হাতিয়ে নিচ্ছে। টাকা ছাড়া কাউকে প্রবেশপত্র দেয়া হচ্ছে না। এতে করে অসহায় গরীব পরিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়।
খোঁজ নিয়ে জানা যায়, ফরম ফিলাপের সময় সব ধরনের টাকা নেয়া হয়েছে। এখন পরিক্ষার্থীদের নিকট থেকে কোন ধরনের টাকা নেয়ার বিধান নাই।
পরিক্ষার্থী জাহিদ হোসেন, তাসলিমা আন তিথী, মো. শাকিল ও সামিউল ইসলামসহ পরিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গেলে প্রত্যেকের নিকট থেকে ৩‘শত টাকা করে নেয়া হয়।
এ ব্যাপারে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে জানান, প্রবেশপত্র বাবদ নয় মিলাদ ও মসজিদের চাঁদা বাবদ ৩‘শত টাকা করে নেয়া হয়েছে। প্রবেশপত্র দেয়ার সময় এ ধরনের টাকা নেয়ার বিধান আছে কিনা জানতে চাইলে তিনি সদোত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, বিষয়টি আমি জানিনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।