
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬০ বছরের বৃদ্ধার পরিচয় মেলেনি। সোমবার সন্ধ্যা ৭টায় ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশী মফিজ মোড় এলাকায় ইজিবাইক উল্টে ওই বৃদ্ধা মারা যান। মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ধুনট বাজার থেকে ৯জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বড়িয়া এলাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৭টায় পথিমধ্যে চিকাশী মফিজ মোড় এলাকায় পৌছুলে দ্রুতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি উল্টে ঘটনাস্থলে বৃদ্ধা মারা যান। আহত হয় ইজিবাইকের অন্য যাত্রীরা। এদিকে বৃদ্ধার মৃত্যুতে ভয়ে গাড়ী চালক এবং অন্য যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার এবং ইজিবাইকটি আটক করেছে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করা হলেও ওই নারীর পরিচয় মেলেনি। নিহতের মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়না তদন্ত শেষে বগুড়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের কবরস্থানে দাফন করা হবে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।