
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে বৃহস্পতিবার দরিদ্র অসহায় মানুষের মধ্যে ২০০ কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আহবায়ক অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ি উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম, সংগঠক সাজারুল প্রধান, সাদুল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়েদ চৌধুরী উজ্জল, ইউসুফ আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ি উপজেলা সমন্বয়ক শরিফুল ইসলাম। দেশ স্বাধীনের ৪৮ বছরেও এখনও দেশের অনেক মানুষ যে কত গরীব অসহায় তা তাদের সংস্পার্শ না এলে বুঝা যায় না।
সারাদেশে হাজার হাজার দুঃস্থ ও হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে, সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা প্রয়োজন। শীতের কামড় থেকে এই ভাগ্যহত মানুষগুলোকে রক্ষা করার জন্য সমাজের সকল বিত্তবানদের তাদের পাশে আসার আহবান জানান বক্তারা।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।