
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: "পরিছন্ন ক্যাম্পাস গড়ি, শিক্ষার মান উন্নত করি" এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সপ্তাহিক পরিছন্ন কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রতিটি শিক্ষা পতিষ্ঠান পরিস্কার পরিছন্ন রাখার জন্য সাপ্তাহিক পরিছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে বেলকুচি সরকারী কলেজের আয়োজনে উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফরিদ আহম্মেদ,অত্র কলেজের রোভার স্কাউটের শিক্ষক নজরুল ইসলাম সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।