
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় পলাশ নামের এক এস.এস.সি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত পলাশ তারাকান্দি কান্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সহপাটি রবিন, হৃদয়, মুন্না সহ অনেকেই জানায়, আমাদের বন্ধু ফাহিম রুদ্র বয়ড়া গ্রামের রশিদের ছেলে সাগরের কাছে তার ছোট ভাইয়ের জন্য ৮ম শ্রেণী পাশের সার্টিফিকেটের জন্য ২ হাজার টাকা দেয়। রোববার রাতে সে টাকা ফেরত চাইতে সাগরের বাড়ীতে গেলে সাগর ও তার বন্ধুরা পলাশের উপর হামলা চালায়। এ সময় তারা পলাশকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ সোমবার সকালে সে মারা যায়।
নিহত পলাশের পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষা দেওয়ার কথা ছিল। এঘটনায় এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।