আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন:তাড়াশে আওয়ামীলীগ ফুরফুরে,বিএনপি নিস্ক্রিয়

S M Ashraful Azom
0

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন:তাড়াশে আওয়ামীলীগ ফুরফুরে,বিএনপি নিস্ক্রিয়


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া বইছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।




আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া বইছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী আগামী ফেব্রুয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা তৃনমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বাগাতে এবার তৎপর রয়েছেন একাধিক প্রার্থী।

অন্যদিকে, বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে তেমন আলোচনা নেই। বিএনপি আদৌ উপজেলা নির্বাচনে অংশ নেবে কিনা সে ব্যাপারে দলটির নেতাকর্মীদের মধ্যেই সংশয় রয়েছে। তাছাড়া গত একাদশ সংসদ নির্বাচনে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি ও প্রভাবশালী নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর বিএনপির পক্ষে কাজ না করায় দলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অপরদিকে বিএনপির মধ্য হেভিওয়েট কোন নেতা থাকায় দলটির অবস্থা প্রায় ভংকুর। বিএনপির কোন ধরনের নিবার্চন বা দল গোছানো নিয়ে কোন মাথা ব্যাথা নেই। তারা একদমই নিস্ক্রিয়।

এদিকে তাড়াশ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে যারা তৎপর রয়েছেন তাদের মধ্যে আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন ও উপজেলা আ’লীগ নেতা মীর শহিদুল ইসলাম শহীদ।

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরকার।

বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক জানান, আবারো দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাশী। যদি দলীয় ভাবে সর্মথন আমাকে দেয়া হয়। তাহলে আগামীতে নির্বাচিত হলে এ উপজেলার উন্নয়নকে আরো অগ্রগতী করবো। তাছাড়া দল যাকে সর্মথন দিবে তার হয়েই কাজ করবো বলে জানান তিনি।

⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top