
রকি চন্দ্র সাহা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. জাহিদ আহসান রাসেল এর সাথে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৬ জানুয়ারি বুধবার রাত ৮টায় জাতীয় ক্রীড়া পরিষদ এর চেয়ারম্যান কার্যালয়ে বি,এন,এস,এ,কে,পি এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এতে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোস্তফা আল এজাজ ও প্রধান সমন্বয়ক মো. নুরুল আবছার সৌজন্য সাক্ষাৎ শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত মানণীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিক্তিক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দুই বছরের একটি প্রকল্প। দেশব্যাপি ৩৭টি জেলায় ১২৮টি উপজেলায় দুই লক্ষেরও অধিক কর্মী বর্তমানে ক্রমান্বয়ে চলমান রয়েছে। ন্যাশনাল সার্ভিসকর্মসূচীর মেয়াদ বৃদ্ধি করে স্থায়ী করনের লক্ষ্যে মন্ত্রী মহোদরে সুদৃষ্টি কামনা করেন কেন্দ্রীয় নেতারা।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।