চলনবিলে সরিষার বাম্পার ফলন: বাজার মুল্য বেশি পাওয়া কৃষকের মুখে হাসি

S M Ashraful Azom
0
চলনবিলে সরিষার বাম্পার ফলন: বাজার মুল্য বেশি পাওয়া কৃষকের মুখে হাসি
আশরাফুল ইসলাম রনি,তাড়াশ প্রতিনিধি: চলনবিলের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর, ভাঙ্গুড়া ও সিংড়া উপজেলার মাঠে মাঠে সরিষার এ বছর বাম্পার ফলন হয়েছে। কৃষকের অক্লান্ত পরিশ্রম যেন স্বার্থক হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর তাড়াশ উপজেলায় ৫ হাজার হেক্টর জমিতে  সরিষার লক্ষমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ১১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তাছাড়া চলনবিলাঞ্চলে  প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
কৃষকরা জানান, বিঘা প্রতি এ বছর সরিষার ৫ থেকে ৮মণ হারে ফলন হয়েছে। বাজারে এর মুল্য ভাল পাওয়া যাচ্ছে।

উপজেলার নওগাঁ হাটের পাইকারী ব্যবসায়ী প্রদীপ কর্মকার,নুরুল ইসলামসহ একাধিক ব্যবসায়ী জানান, এ হাটে নতুন সরিষা ১৫০০ থেকে ১৬০০ টাকা মণ হারে ক্রয়-বিক্রয় হচ্ছে। তাছাড়া সরিষার গুণগতমানও ভাল।

উপজেলার চর-হামকুড়িয়া গ্রামের কৃষক ফরিদুল ইসলাম বলেন, একসময় চলনবিলের কৃষকরা শুধু ইরি-বোরো এক ফসলী আবাদ করে হাজার হাজার হেক্টর জমি পতিত রাখত। কালের বিবর্তনের সাথে সাথে এ অঞ্চলের কৃষকদেরও বুদ্ধির বিকাশ ঘটেছে। তারা বিগত দেড় যুগ ধরে ইরি-বোরো, আমন, ভূট্টা, তরমুজ ও সরিষার আবাদে ঝুঁকেছে।

ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের শিক্ষক লিপন সরকার জানান, এবছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকদের এক জমিতে দুই ফসল আবাদ হওয়ায় তারা লাভবান। কারন সরিষার আবাদে যে পরিমান সার বা কিটনাশক দেয়া হয়। সরিষা তোলা পর একই জমিতে আবার ধান আবাদ করা হবে। এতে ধান আবাদে সার কম লাগবে কৃষকের খরচও বাচবে। এ জন্যই এ অঞ্চলের কৃষকের লাভটা বেশি।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, এবছর কৃষককে সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। সরিষা চাষের পদ্ধতি ও পোকার আক্রমন হলে কি করনীয় সে বিষয়ে কৃষকদের সচেতন করেছেন। তাছাড়া কর্মকর্তারা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন। আবহাওয়া অনুকূলে থাকায়  সরিষার বাম্পার ফলন হয়েছে।


⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top