
রৌমারী প্রতিনিধি:মৌমাছির কামড়ের শিকার হয়েছেন ইব্রাহীম (২৫) নামের রৌমারী থানার এক পুলিশ। বুধবার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী থানা চত্বরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, দুপুরের দিকে কনষ্টেবল মো. ইব্রাহীম থানা চত্বরে ডিউটিরত অবস্থায় দীর্ঘদিন থেকে রৌমারী থানা ভবনের ছাদের নিচে অবস্থানরত মৌমাছি হঠাৎ করে তাকে আক্রমন করতে থাকে। অন্যাদের সহযোগিতায় আগুনের ধোয়া দিয়ে মৌমাছির দলকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। পরে অসুস্থ অবস্থায় ওই কনষ্টেবলকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. অনুপ কুমার কিশ্বাস বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।