
গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশের ন্যায় ১৯ শে জানুয়ারী গাইবান্ধা জেলা জুড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পায়িন অনুষ্ঠিত হবে তাই গাইবান্ধা সিভিল সার্জনের উদ্যোগে 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ ১৫ জানুয়ারী মঙ্গলবার গাইবান্ধা সদর হাসপাতালে সিভিল সার্জন কনফারেন্স রুমে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার টিএইচএ ডাঃ আবু হানিফ সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শুকর আলী সিভিল সার্জন, গাইবান্ধা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিভিল সার্জন।
ভিটামিন 'এ' প্লাস একটি গুরুত্বপূর্ন ভিটামিন যাহার অভাবে রাতকানা রোগ হয় এমনকি দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, তাই প্রতি বছরে প্রায় দু বার 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়,
৬-১১ মাস বয়সের বাচ্চাকে একটি নীল রঙের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল আর ১২-৫৯ মাস বয়সের বাচ্চাকে ১টি লাল রঙের 'এ' প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে।
উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।