পলাশবাড়ী-সাদুল্যাপুরকে পৌরসভা করার অঙ্গিকার ইউনুস আলী সরকারের

S M Ashraful Azom
0
পলাশবাড়ী-সাদুল্যাপুরকে পৌরসভা করার অঙ্গিকার ইউনুস আলী সরকারের
আশরাফুল ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মহাজোট সমর্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১৬ জানুয়ারী বুধবার নির্বাচনী প্রচার প্রচারণা ভোটাদের সাথে গণসংযোগ শেষে বিকালে সাদুল্যাপুর প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

এসময় তিনি বলেন, ‘আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি নির্বাচিত হলে, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা সদরে দু’টি পৌরসভা বাস্তবায়ন করা হবে। এছাড়া এই দু’টি উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে, কোন কাঁচা রাস্তা থাকবে না। দু’টি ষ্টেডিয়াম ও মডেল মসজিদ নির্মাণ করা হবে। এছাড়া মন্দির-মসজিদ, ঈদগাঁ মাঠ, কবরস্থান ও শ্বশান সংস্কার এবং উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। সাদুল্লাপুর ও পলাশবাড়ী সরকারী কলেজে সকল অর্নাস সাবজেক্ট চালু করা হবে। এই দুই উপজেলায় পাঠদানের অনুমতিপ্রাপ্ত সকল স্কুল-কলেজ-মাদ্রাসা দ্রুত এমপিওভুক্তি করাসহ নন এমপিও শিক্ষকদের পাশে দাড়ানো হবে। দুই উপজেলার সকল বড় বড় হাট-বাজারগুলোতে ড্রেনেজ ব্যবস্থা ও পাবলিক টয়লেট নির্মাণ অবকাঠামো উন্নয়ন করা হবে। দুই উপজেলার স্বাস্থ্যখাতে ডাক্তার উপস্থিতি নিশ্চিতসহ সার্বিক উন্নয়নে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হবে’পাশাপাশি অতিতের ন্যায় দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সংগঠন গুলোকে আরো গতিশীল করা হবে ।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক মতবিনিময়সভায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে নৌকা প্রতিকের প্রার্থী জননেতা ডা. ইউনুস আলী সরকার বলেন, ‘মহাজোট ও আ’লীগ দলীয় ইস্তেহারের পাশাপাশি তার নিজ সংসদীয় আসনের উন্নয়নে জন্য এই ইস্তেহার প্রকাশ করা হল’।

উপজেলা আ’লীগের সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘শহরের সকল সুবিধা পাবে গ্রামের সাধারন মানুষ অর্থাৎ গ্রাম পাবে শহরের সুবিধা। এছাড়া দুই উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে দু’টি ইকোনোমিক জোন স্থাপন ও প্রতিবছর গড়ে একহাজার করে যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মস্থানের ব্যবস্থা করা হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে দুই উপজেলায় বিনোদনের জন্য সাদাগাড়ী খালসহ সকল খাল সংষ্কারসহ বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে’।

ইউনুস আলী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের জনগনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাই আপনার একটি মুল্যবান ভোট জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে উৎসর্গ করার মাধ্যমে সাদুল্লাপুর-পলাশবাড়ী চলমান উন্নয়ণকে তরান্বিত করুন’।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মতিয়ার রহমান, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, পলাশবাড়ী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপাধক্ষ্য শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানাসহ দুই উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top