
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে গোরস্থান থেকে ১০টি লাশ চুরি হয়েছে। লাশ চুরির ঘটনাটি ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে এলাকাবাসির নজরে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পৌরসভার মধ্যশাহাজাতপুর আহম্মদ নগর মাদ্রাসা-মসজিদ সংলগ্ন কবরস্থানে ঘটনাটি ঘটে।
এলাকাবাসি জানিয়েছেন-রাতের অন্ধকারে দুর্বৃত্তরা জঘন্যতম ঘটনাটি ঘটায়। কবরস্থানে কিছু লাশের গলিত ও খন্ডাংশের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রত্যক্ষ করার জন্য উৎসুক জনতা ভিড় জমাতে থাকে।
খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় কবর খোড়ার সরঞ্জাম, কাপড় ও ব্যাগ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও মেলান্দহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ দুলাল উদ্দিন জানান-১০টি কবর খোড়ে লাশ চুরির ঘটনাটি পরে জানাজানি হয়।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান-ঘটনাস্থল থেকে দু’টি মারতুল, একটি ব্যাগ ও দুস্কৃতিকারিদের ফেলে যাওয়া কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এই কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদ্রাসা-মসজিদ এবং আবাসিক এলাকা থাকা সত্বেও কিভাবে লাশ চুরির ঘটনাটি ঘটলো তার উত্তর পাওয়া যাচ্ছে না।
⇘সংবাদদাতা: শাহ জামাল

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।