
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) র সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিজিবির ছোড়া গুলিতে নবাব উদ্দীন (২৫) , সাদেক আলী (৪০), জয়নুল(১২) ও সাদেকুল(৩২) নামের চারজন নিহত হয়েছে। এ সময় গুলিতে আহত হয়েছে আরোও ১৬ জন।
মঙ্গলবার সকালে জেলার হরিপুর উপজেলার বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে স্থানীয় এলাকাবাসীর এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নবাব উদ্দীন (২৫) হরিপুর উপজেলার রহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নিহত সাদেক আলী (৪০) একই গ্রামের জাহির উদ্দীনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
এলাকাবাসী সুত্রে জানাযায়, হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের মাহাবুব আলী গত ০৬ মাস আগে একটি গরু ক্রয় করে। সেই গরু মঙ্গলবার সকালে স্থানীয় যাদুরানী বাজারে বিক্রি করার জন্য বাড়ী থেকে বের হয়।
এ সময় বেতনা ক্যাম্পের বিজিবি'র সদস্যরা গরুটিকে ভারতীয় মনে করে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য মাহাবুবের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় মাহাবুবের পরিবার ও এলাকাবাসীর সাথে বিজিবির সদস্যদের বাকবিতন্ডা হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নবাব ও সাদেক আলীর মৃত্যু হয় এবং গুলিতে আহত হয় কমপক্ষে আরোও ১৬ জন।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ বলেন, গুলিবিদ্ধ প্রায় ১৫ জনের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এসময় কয়েক জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান মেডিকেল অফিসার ডা: আব্দুস সামাদ।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বিজিবির গুলিতে চারজন নিহত এবং ১৬ জন আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বাড়তি নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠু তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে: ক: তুহিন মোহাম্মদ মাসুদ জানান, হরিপুর উপজেলার বহরমপুর গ্রাম থেকে বেতনা ক্যাম্পের বিজিবি'র সদস্যরা চারটি ভারতীয় চোরাই গরু জব্দ করে ফিরে আসার সময় বহরমপুর এবং যাদুরানী বাজারের মাঝখানে পৌছালে চোরাকারবারীরা বিজিবির সদস্যদের ওপর দেশীয় অস্ত্র লাঠি শোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলি ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে। গুলিতে নিহতের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।