
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামের মোজাফফর রহমানের ছেলে মুরাদুজ্জামান (৪৫) ও ধুনট অফিসার পাড়ার হাফিজার রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফির (৩০) কাছ থেকে ১ পুরিয়া হেরোইন, গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামের মোজাহার আলীর ছেলে তোজাম সরকার (৫৫) ও কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি পাড়ার টুকু মিয়ার ছেলে মোখলেছুর রহমানের (৪০) কাছ থেকে ১৫০ গ্রাম গাজা এবং মথুরাপুর ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বাবু মিয়ার (৩৫) কাছ থেকে ১৫ পুরিয়া গাজা জব্দ করেছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতো। খবর পেয়ে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হিরোইন ও গাজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক পৃথকভাবে ৩টি মামলা দায়ের হয়েছে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।