
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলার ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার তিনটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে ভাটা পরিচালনার দায়ে দুই লাখ ৪০হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিআর সারোয়ার এবং নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় গতকাল সোমবার ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জরিমানাকৃত ইট ভাটাগুলোতে জ্বালানী কাঠ পোড়ানো, ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভূঞাপুরের ভারই এলাকায় অবস্থিত মেসার্স এসটিআর ব্রিকসকে এক লাখ টাকা, শিয়ালকোল এলাকার মেসার্স কবির ব্রিকসকে ৭০ হাজার টাকা এবং ঘাটাইলের সিংগুরিয়ায় অবস্থিত মেসার্স মিশাল ব্রিকসকে ৭০ হাজার টাকাসহ মোট দুই লাখ ৪০হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।