সেবা ডেস্ক:
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। মহান মুক্তিযুদ্ধের চেতনারর দ্রুত দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র ভোরের কাগজ পত্রিকার পথচলা জামালপুরের ইসলামপুরে ২৭ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।
ইসলামপুর উপজেলা ভোরের কাগজ পাঠক ফোরামের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় ভোরের কাগজের ইসলামপুর প্রতিনিধি মোরাদুজ্জামান মোরাদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান (আওয়ামীলীগ মনোনীত) প্রার্থী জামান আব্দুন নাছের বাবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, অধ্যক্ষ মনোয়ার হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,
এ ছাড়াও ইসলামপুর প্রেসকাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস ছামাদ,ইত্তেফাক প্রতিনিধি এম শফিকুল ইসলাম ফারুক,বাংলাটিভি প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন,ঢাকা প্রতিদিনের রুহুল আমিন হারুন,আমাদের সময় প্রতিনিধি সাহিদুর রহমান ও আমার সংবাদের প্রতিনিধি রুকোনুজ্জামান সবুজ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।