
সেবা ডেস্ক: আজ ১ ফেব্রুয়ারী শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামছুল হকের ১০১তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে শামসুল হক এর জন্মস্থান টাঙ্গাইলে তার মাজার জিয়ারত, দোয়া মাহফিল আয়োজন করেছে তার পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সকালে তার নিজ গ্রাম কদিম হামজানী কবরস্থানে মাজারে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পুস্পস্তবক শেষে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী ও শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম স্বপনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শামসুল হক ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহন করেন।
একজন বাঙালি রাজনীতবিদ যাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল পূর্ব ভারতবর্ষে এবং যিনি পরবর্তীতে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি ছিলেন আওয়ামী লীগের পূর্বসূরী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি পাকিস্তানের গণ পরিষদের সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
১৯৫০ সালের বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে সংগ্রাম করেছেন। তিনি আওয়ামীলীগের প্রথম এবং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৫৩ সালে কারামুক্তির পর ঘরোয়া ষড়যন্ত্রের পরিণতিতে আওয়ামী লীগ তাঁকে বহিষ্কার করেন। যার ফলশ্রুতিতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
এই বিখ্যাত রাজনৈতিক নেতার নাম ক্রমশ: বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যায়। ১৯৬৪ সালে শামছুল হক হঠাৎ করেই নিখোঁজ হন এবং ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর (শনিবার) ইন্তেকাল করেন।
শামসুল হক গবেষণা পরিষদ অনেক খুঁজে মৃত্যুর ৪২ বছর পর ২০০৭ সালে কালিহাতি উপজেলার কদিম হামজানিতে তাঁর কবর আবিস্কার করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।