
লিয়াকত হোসাইন লায়ন, স্টাফ করসপনডেন্ট,ইসলামপুর ॥ জামালপুরের ইসলামপুর মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় থানা মোড়স্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজ দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারীদের শিক্ষার প্রতি জোর দিয়েছেন। কারন নারী শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে।
মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অধিকার মূলক বক্তব্যকে হাস্যজ্জল ভাবে উল্লেখ করে তিনি বলেন-আমার এমপি নেতৃত্বের জীবনে এমন প্রগ্রামটি আর হয়নি। মহিলা নেত্রীদের দলের জন্য অনেক ত্যাগ রয়েছে। সকলেই সমান সুযোগ পাবে। অনুষ্ঠানে সাংসদ সহ ধর্মিনী আফরোজা হক সকলের সহযোগীতা কামনা করে ধন্যবান জ্ঞাপন করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অংকন কর্মকার,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মাহমুদুল হক,প্রচার সম্পাদক পরিতুষ সেন,যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আবিদা সুলতানা জুথিঁ।
অনুষ্ঠানে উপজেলা মহিলা লীগ,যুব মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।